বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | BJP: বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ

Pallabi Ghosh | ১৪ এপ্রিল ২০২৪ ১০ : ৫১Pallabi Ghosh


আজকাল ওয়েববেস্ক: প্রথম দফা লোকসভা নির্বাচনের চারদিন আগে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি। রবিবার দিল্লির সদর দপ্তরে ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিংহ, জেপি নাড্ডা, নির্মলা সীতারমন।
"সংকল্প পত্র" নামের ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। জেপি নাড্ডা বলেন, "প্রধানমন্ত্রী মোদির লক্ষ্য সবকা সাথ, সবকা বিকাশ। মোদির সরকার হল গরিবের সরকার। প্রধানমন্ত্রীর হাত ধরে ১০ বছর ধরে দেশ অগ্রগতি হয়েছে। দেশের সব গ্রামে পাকা রাস্তা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২ লক্ষ পঞ্চায়েত ইন্টারনেট পরিষেবায় যুক্ত হয়েছে। ৮০ কোটি মানুষ খাদ্য নিরাপত্তার আওতায় এসেছেন। ২৫ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে উঠে এসেছেন। ভারতে এখন গরিব মানুষের সংখ্যা ১ শতাংশের নীচে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেশে ৪ কোটি বাড়ি তৈরি হয়েছে।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "আজ দেশের একাধিক রাজ্যে নতুন বছরের শুরু। নবরাত্রির ষষ্ঠ দিন। মা কাত্যায়নী পূজিত হন। আর মা কাত্যায়নী তাঁর দুই হাতেই পদ্ম ধরে থাকেন। আজ আম্বেদকরের জন্মদিন। কাকতালীয়ভাবে এমন বিশেষ দিনেই ইস্তেহার প্রকাশ করল বিজেপি।" মোদির গ্যারান্টি, এই ইস্তেহার দেশের নারীদের, যুব সম্প্রদায়ের, দলিত, গরিব এবং শ্রমিকদের জন্য। এই ইস্তেহারের লক্ষ্য হল “জ্ঞান”।
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, ২০২৫ সাল জনজাতীয় গৌরব বর্ষ হিসাবে পালিত হবে। আগামী ৫ বছরও বিনামূল্যে রেশন পরিষেবা জারি থাকবে। জনঔষধি সেন্টারে ওষুধের দামে ৮০ শতাংশ ছাড় পাওয়া যাবে। আয়ুষ্মান ভারত প্রকল্পে ৫ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা চালু থাকবে। ৭০ বছরের উর্ধ্বে সকল ব্যক্তিকে আয়ুষ্মান ভারতের অধীনে আনা হবে। ৫ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা পাবেন সকলেই। আরও সস্তায় পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস পৌঁছে দেওয়া হবে। রূপান্তরকামীদের আয়ুষ্মান ভারতের অন্তর্গত করা হবে। ৩ কোটি মহিলাকে লাখপতি দিদি বানানোর গ্যারান্টি, ১০ কোটি তরুণীকে আইটি, শিক্ষা, স্বাস্থ্য, রিটেলের কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। পিএম কিসান সম্মাননিধিতে ১০ কোটি কৃষক বিশেষ সুবিধা পাবেন। দেশকে গ্লোবাল নিউট্রিশন হাব বানানোর চেষ্টায় কাজ করা হবে।




বিশেষ খবর

নানান খবর

Celebrating Children's Day  #ChildrensDay #HappyChildrensDay #HealthForKids #RightToLearn #NoToChildAbuse

নানান খবর



সোশ্যাল মিডিয়া



04 24